• ঢাকা
  • শুক্রবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বিশ্বনাথের চন্দ্রগ্রামে ভাষাশহীদ দিবসের আলোচনা অনুষ্ঠিত 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ২১ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:৪৪ পিএম;
বিশ্বনাথের চন্দ্রগ্রামে ভাষাশহীদ দিবসের আলোচনা অনুষ্ঠিত 
বিশ্বনাথের চন্দ্রগ্রামে ভাষাশহীদ দিবসের আলোচনা অনুষ্ঠিত 

বিশ্বনাথ প্রতিনিধিঃ শুধু বছরে একদিন ফুলদিয়ে নয়, আসুন চিন্তা চেতনায় মননে মগজে ব্যবহারে সর্বদা বাংলার ব্যবহার নিশ্চিত করে ভাষা শহিদদের সম্মান করি। বাংলার প্রচলন মানে শুধু ভাষা শহীদদের সম্মান নয়। নিজের মায়ের সম্মান মাতৃভূমির সম্মান নিজের সম্মান। আমি অন্য ভাষা ভালোভাবে জানিনা বা একেবারে জানিনা তা আমার জন্য লজ্জা বা অপমানের নয় বরং আমি আমার মায়ের ভাষা আমার মাতৃভাষা জানিনা তা অপমানের লজ্জার ।  আমরা বিদেশি ভাষার প্রতি এতই আকৃষ্ট হচ্ছি নিজের মায়ের ভাষা বলে যে একটা ভাষা আছে তা ভুলে যাচ্ছি ।  একটি কথা জানতে হবে, ২১ ফেব্রুয়ারী বা ৮ ফাল্গুন ভাষার তৈরীর জন্য শহিদরা জীবন উৎসর্গ করেননি করেছেন ভাষার অধিকারের জন্য। আর আজ আমরা নিজের ভাষাকে তাচ্ছিল্য করে শুধু শহিদ মিনারে ফুল দিয়ে বাহ বাহ কুড়াতে চাচ্ছি। তা শুধু লজ্জার নয় ঘৃনারও বটে। আমাদের কথায় চলনে বলনে এমনি কি নিজের সন্তানের নাম পর্যন্ত রাখতে বিদেশি ভাষার পুজা করছি, কেউ যৌলুসের নব সংস্কারের ( স্মার্টনেস) দোহাই দিয়ে কেউ ধর্মের দোহাই দিয়ে। কেন? বাংলা শব্দে যৌলুসের নব সংস্কার ( স্মার্টনেস) কিংবা বিধাতার মনপ্রুত কোন শব্দ নেই। বাংলা সমৃদ্ধ কোন ভাষা নয় ?  আমাদের মাতৃভাষাকে রক্ষা করতে হলে মাতৃভাষার সর্বোচ্চ ব্যবহার ও অন্ধ গোঁড়ামি ত্যাগ করতে হবে । শহিদের সঠিক সম্মান দিতে হলে মননে মগজে, অফিস আদালতে সর্বত মাতৃভাষার ব্যবহার করতে হবে ।.

 .

বিশ্বনাথের চন্দ্রগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান মাতৃভাষা দিবসে র্যালী, র্যালী পরবর্তী অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভায় চন্দ্রগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সভাপতি, শিক্ষানবিশ আইনজীবী পলাশ সেনাপতি পাপ্পা উপরোক্ত কথাগুলো বলেন।.

 .

আন্তর্জাতিক মাতৃভাষা ও ভাষাশহীদদের স্মরণে আজ বুধবার সকালে প্রভাতফেরী ও ২১ ফেব্রুয়ারীর তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পলাশ সেনাপতির সভাপতিত্বে   সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।.

 .

খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সমির দে ঝুলন এর পরিচালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা অনিমা রানী দাস ম্যনেজিং কমিটির সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক নিরেন্দ্র দাস, আবুল কালাম, সেচ্ছাসেবকলীগ নেতা ও অভিভাবক কমিটির সভাপতি হারুন খানঁ, সহকারী শিক্ষিকা রেবা রানী ঘটক , শক্তি রানী দাস , তপতী রানী সরকার , মোছা সাজনা বেগম , মোছা রাহিমা বেগম , সুপ্রিয়া কর , দপ্তরি অলক দাস, নুরুল আমিন, নিপু দেব ভৈরব সহ স্কুলের ছাত্র ছাত্রী অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। .

 . .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ